স্পোর্টস ডেস্ক : অভিষেকেই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন বাংলার
এক দামাল ছেলে। বছর ঊনিশের এই ছেলেটির নাম মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সরকারের কাছ
থেকে পুরস্কার তো থাকছেই। সঙ্গত কারণেই এই ধারনা আছে সবার। আর এর আগে অন্যরকম এক পুরস্কার
পাচ্ছেন মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজুরের চাচা যুক্তরাস্ট্রে থাকেন। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে ডাক পাবার পর পরই তরুন মুস্তাফিজুর রহমান তার চাচার কাছে একটা আইফোন সিক্স প্লাস চেয়েছিলেন।
চাচা বলেছিলেন, একটি ম্যাচে ৩টি উইকেট পেলে তার আবদার মিটাবেন তিনি। কিন্তু এই মুস্তাফিজ চাচার ধারনাকেই পাল্টে দেন। তিনি চাচার প্রত্যাশার চেয়েও অনেক কিছু করেন।
প্রথম ম্যাচে ৫, দ্বিতীয় ম্যাচে ৬ টি উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসের প্রথম মানুষটি হয়ে যান মুস্তাফিজুর। এখন কি মুস্তাফিজুরের সেই আবদার পূরণ করবেন তার যুক্তরাস্ট্র প্রবাসী চাচা? -
মুস্তাফিজুরের চাচা যুক্তরাস্ট্রে থাকেন। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে ডাক পাবার পর পরই তরুন মুস্তাফিজুর রহমান তার চাচার কাছে একটা আইফোন সিক্স প্লাস চেয়েছিলেন।
চাচা বলেছিলেন, একটি ম্যাচে ৩টি উইকেট পেলে তার আবদার মিটাবেন তিনি। কিন্তু এই মুস্তাফিজ চাচার ধারনাকেই পাল্টে দেন। তিনি চাচার প্রত্যাশার চেয়েও অনেক কিছু করেন।
প্রথম ম্যাচে ৫, দ্বিতীয় ম্যাচে ৬ টি উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসের প্রথম মানুষটি হয়ে যান মুস্তাফিজুর। এখন কি মুস্তাফিজুরের সেই আবদার পূরণ করবেন তার যুক্তরাস্ট্র প্রবাসী চাচা? -
ConversionConversion EmoticonEmoticon