BDNow24 News

ভারতের বিপক্ষে মিরপুরে আশরাফুল!

স্পোর্টস ডেস্ক : ১০ বছর আগে বাংলাদেশকে এতটা সমীহ কেউ করতো না। এমনকি কয়েকমাস আগেও ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার বলেছেন, বাংলাদেশের সাথে খেলে অযথা সময় নষ্ট করতে চান না তারা।

বাংলার দামাল ছেলেদের ঝাঁজ ভারতের টের পাওয়ার দিনে মিরপুরে চলে এল মোহাম্মদ আশরাফুলের স্মৃতি। যখন কেউ কল্পনাও করতে পারেন নি তখন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ।

২০০৫ সালের ১৮ জুন কার্ডিফে পন্টিং-ম্যাকগ্রাসমৃদ্ধ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। সেদিন অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২৫০। এর জবাবে ৫ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। সেদিন মোহাম্মদ আশরাফুল অসি বোলারদের কাঁদিয়ে দুর্দান্ত এক শতক এনে দেন। সেই ঘটনার ১০ বছর পূর্ণ হলো ১৮ তারিখ। ব্যাট হাতে যেন মিরপুরে আসলেন সেই আশরাফুল!

ভারতের বিপক্ষে এ বছরের ১৮ জুন ৭৯ রানে প্রথম ওয়ানডেতে জয় লাভ করে। দ্বিতীয় ওয়ানডেতে ৯ ওভার হাতে রেখে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ।

যাইহোক ১৮ জুনে কার্ডিফের নায়ক হলেন মোহাম্মদ আশরাফুল আর মিরপুরের নায়ক মুস্তাফিজুর। এই দুইজনের হাত ধরেই এসেছে দুই ঐতিহাসিক জয়। দুই জয়েই অসাধারণ ভূমিকা রেখেছেন পেসাররা।

সে সময় ভারত ও অস্ট্রেলিয়া শক্তির বিবেচনায় কেউ কারও থেকে কম ছিল না। কয়েকমাস আগে জিম্বাবুয়েকে বাংলাদেশ যে শোচনীয় ভাবে হারিয়েছে ঠিক একইভাবে ভারতকে ম্যাচ বাই ম্যাচ হারিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ এখন হয়তো অস্ট্রেলিয়াসহ যে কোনো দেশকেই হারাতে পারবে। 
Previous
Next Post »
Thanks for your comment