স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশের
সামনে চ্যাম্পিয়ান্স লিগ খেলার কঠিন হিসfব। অংকটা ছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা
আটে থাকতে পারলেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগ খেলবে বাংলাদেশ। সেই হিসেবে ভারতের বিপক্ষে
টাইগাররা একটি কিংবা দুটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হয়ে যেত। সিরিজের
প্রথম ওয়ানডে জিতে র্যাংকিংয়ে ৮ থেকে ৭-এ উঠে আসে বাংলাদেশ। সম্ভাবনা ছিল আরো উন্নতি
করে ৭ থেকে ৬ এ উঠে আসারও।
কিন্তু ৫ম ওয়ানডেতে নিউজিল্যান্ড কে হারিয়ে দিয়ে ইংল্যান্ড সব হিসেব পাল্টে দিয়েছে। তাই টাইগারদের চ্যাম্পিয়ন্স লিগ খেলার বিষয়টি আপাতত থমকে গেছে।
বাংলাদেশ যদি ভারতকে ‘হোয়াইটওয়াশ’ও করে তবুও তাদের পয়েন্ট হবে ৯৬। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে ইংল্যান্ডের পয়েন্ট হয়েছে ৯৮। তাই আপাতত ইংল্যান্ডের পেছনে সাত নম্বরেই থাকতে হচ্ছে মাশরাফিদের।
কিন্তু ৫ম ওয়ানডেতে নিউজিল্যান্ড কে হারিয়ে দিয়ে ইংল্যান্ড সব হিসেব পাল্টে দিয়েছে। তাই টাইগারদের চ্যাম্পিয়ন্স লিগ খেলার বিষয়টি আপাতত থমকে গেছে।
বাংলাদেশ যদি ভারতকে ‘হোয়াইটওয়াশ’ও করে তবুও তাদের পয়েন্ট হবে ৯৬। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে ইংল্যান্ডের পয়েন্ট হয়েছে ৯৮। তাই আপাতত ইংল্যান্ডের পেছনে সাত নম্বরেই থাকতে হচ্ছে মাশরাফিদের।
ConversionConversion EmoticonEmoticon