BDNow24 News

পুলিশের ছদ্মবেশে মহিলাকে ধর্ষণ

পুলিশের ছদ্মবেশে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গা এলাকায়।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা তাঁর এক বন্ধুর সঙ্গে সোমবার রাতে কারাইকুড়ি-পুডুকোট্টাই সড়কের একটি নির্জনস্থানে দাঁড়িয়ে কথা বলছিলেন।
তখনই তাঁদের কাছে এসে জেরা শুরু করে পুলিশের উর্দিধারী দুই ব্যক্তি। এরপর সেই মহিলাকে জোর করে তুলে নিয়ে যায় তারা। মহিলার বন্ধুটিকেও মারধরের অভিযোগ উঠেছে ওই দুজনের বিরুদ্ধে।
এরপরই স্থানীয় চেট্টিনাড থানায় যোগোযোগ করেন ওই মহিলার বন্ধু। পুলিশের তরফে জানানো হয়, সেইসময় ওই এলাকায় কোনও পুলিশি প্রহরা ছিল না।
এরইমধ্যে দুই অভিযুক্ত ওই মহিলাকে কড়াইকুড়ি বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায়। সেখান থেকেই পুলিশ তাঁকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।দুই অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে।
Previous
Next Post »
Thanks for your comment