মুক্তির অপক্ষোয় সানি লিয়নের নতুন ছবি ”এক পহেলি লীলা” এরই মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে। সম্প্রতি ছবিটির পরিচালক ববি খানের এক মন্তব্যের পর ”এক পহেলি লীলা” আবার উঠিয়েছে আলোচনার ঝড়।
সম্প্রতি ববি জানিয়েছেন, এই ছবির চিত্রনাট্য ১২ বছর আগেই লেখা হয়েছিল। কিন্তু তিনি যোগ্য নায়িকার জন্য অপেক্ষা করছিলেন। আর এতদিনে অপেক্ষা শেষ হয়েছে। সানি যদি এই ছবি করতে সম্মতি না দিতেন তাহলে অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে এই ছবি করতেন না !
এ প্রসঙ্গে ববি আরো বলেছেন ছবি শুরু করার আগে নাকি অনেকেই তাকে পরামর্শ দিয়েছিলেন সানির বদলে অন্য নায়িকা নেওয়ার জন্য। তখন ববি জানিয়েছেন এই ছবিতে অন্য কোনো নায়িকা কাজ করতে পারবেন না। আর এটি মুক্তি পাওয়ার পর সবাই সানির অভিনয়ের প্রশংসা করবেন।
”এক পহেলি লীলা” ছবিটি আগামী ১০ এপ্রিল মুক্তি পাবার কথা। এখন দেখা যাক ববির ১২ বছরের অপেক্ষার ফল কি আসে !
ConversionConversion EmoticonEmoticon