BDNow24 News

যে কাজে তৃপ্ত হয়ে গাছকেই বিয়ে করছে যুবতী..

এক অস্ট্রেলিয়ান যুবতী দাবি করেছেন ‘টিম’ নামের একটি গাছের সঙ্গে যৌন মিলনে অসম্ভব তৃপ্তি পেয়েছেন। আর এ জন্য এম্মা ম্যকাবে নামের ওই যুবতী তাই ঠিক করেছেন এবার গাছকেই বিয়ে করবেন। এমনটাই ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে জানাচ্ছে ভারতের কয়েকটি গণমাদ্যম ।
এম্মা জানিয়েছেন, মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তিনি বীতশ্রদ্ধ। তাই জীবনে আর কোনও মানুষকে ভালোবাসবেন না বলে ঠিক করেছেন এম্মা। ৩১ বছরের এই মহিলার দাবি, এবার তিনি এই গাছটিকেই বিয়ে করবেন বলে ঠিক করেছেন। এ বিষয়ে এম্মার পরিবারের মতামত অবশ্য পাওয়া যায়নি।

Previous
Next Post »
Thanks for your comment