সিডনিতে ফাইনালে যাওয়ার জন্য লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যেন খানিকটা এগিয়েই। কয়েকদিন আগে বিয়ের খবর ছড়িয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার সুরেশ রায়েনার।
ভারত ও অস্ট্রেলিয়া যখন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যুদ্ধরত তখন সঙ্গত কারণেই বসে নেই কোহলির হবু বধূ ও তার পরিবার।
আসছে ২ এপ্রিল রায়েনার বিয়ের দিন ধার্য্য বলে ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়। সুরেশ রায়নার হবু বৌয়ের গ্রাম উত্তরপ্রদেশের বামনাউলির মানুষ ক্রিকেট নিয়ে মাতছে।
আর তাদের মধ্যে মনি রায়েনার হবু বধূ। গ্রামটির পঞ্চায়েত প্রধান কালু সিং জানান, তারা রায়নার জন্য গর্বিত।
তিনি আরো জানান, এই রায়নাই তাদের মেয়ে প্রিয়াংকা চৌধুরীকে বিয়ে করতে যাচ্ছেন। তিনি বলেন, রায়নাকে জামাই হিসেবে পাচ্ছি বলে আমরা গর্বিত।
প্রত্যেকে কাজ থেকে বিরতি নিয়ে বিশ্বকাপের খেলাটি দেখার এ সিদ্ধান্ত সবাই মিলে নিয়েছি। এছাড়াও পুরো গ্রাম হনুমান মন্দিরে গিয়ে ভারতের জয়ের জন্য প্রার্থনা করেছে।
ভারত জিতলে পঞ্চায়েতের পক্ষ থেকে একটা পার্টি উদযাপনেরও সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত। আর বড় পর্দায় উৎসব আমেজে তারা খেলা দেখছে। একদিকে রায়েনা অন্যদিকে ভারতের জন্য প্রার্থনা করছে তারা।
ConversionConversion EmoticonEmoticon