BDNow24 News

চার্জ ফুরিয়ে গেলে চিন্তা নেই, পোশাক থেকেই চার্জ হবে মোবাইল !

বাড়ির ছাদে কিংবা দোকানে সোলার প্যানেল আমরা দেখেছি। গ্রামে যে সব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছয়নি সেই সব এলাকায় এই সোলার প্যানেলের সাহায্যে উৎপন্ন বিদ্যুৎকে কাজে লাগানো হয়৷ কিন্তু তাই বলে পোশাকে সোলার প্যানেল! এমন নয়া পোশাক তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ এবং সেই পোশাকের মাধ্যমেই নিজের মোবাইলকে চার্জ দিতে পারবেন ব্যবহারকারী৷
ডাচ ফ্যাশন ডিজাইনার পাওলিনে ফান ডোঙ্গেন এমনই নয়া ‘সোলার ড্রেস’ তৈরি করেছেন৷এটি এমন একটি পোশাক, যা দিয়ে আপনি আপনার স্মার্টফোন ‘চার্জ’ করতে পারবেন৷ ডোঙ্গেন বলেন, ‘‘এই পোশাক পরে সূর্যের আলোর নীচে দুই ঘণ্টা থাকলে ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে যাবে৷প্রসঙ্গত, কিছুদিন আগেই বিখ্যাত ব্র্যান্ড ‘মুন বার্লিন’পোশাকে এলইডি ব্যবহার করেছিলেন৷আপাতত, এই পোশাকটি বাজারে আনা না হলেও খুব তাড়াতাড়ি এই পোশাককে সর্ব সমক্ষে আনা হবে৷
Previous
Next Post »
Thanks for your comment