ক্রিকেটবিষয়ক
ওয়েবসাইট ক্রিকইনফো একটি অনলাইন জরিপ চালিয়েছে। সেখানে জানতে চাওয়া হচ্ছে ২০১৫ আইপিএলে
কোন কোন খেলোয়াড়কে মিস করছেন দর্শকেরা।
হাশিম আমলা,
কুমার সাঙ্গাকারা, আফ্রিদি,
সাকিবদের পাশাপাশি সেখানে ভোট পেয়েছেন কখনো আইপিএলে না খেলা বাংলাদেশি
পেসার রুবেল হোসেনও।
সর্বশেষ আপডেট অনুযায়ী, সাকিবকে মিস করছেন ১৪০২ জন ভোটার আর রুবেল হোসেনকে ৪৭২ জন।
শন টেইট,
মাহেলা জয়াবর্ধনে আর চেতশ্বর পুজারার চেয়েও বেশি ভোট পেয়েছেন রুবেল।
বিশ্বকাপে অসাধারণ বোলিং দিয়ে রুবেল যে সারা পৃথিবীর মানুষের মন
জয় করেছেন তা এই জরিপ থেকেই পরিষ্কার।
ConversionConversion EmoticonEmoticon