BDNow24 News

দাম্পত্য সম্পর্কে শীর্ষে বিশ্বের ১২ দেশ

বিশ্বব্যাপী গবেষণায় উঠে এল ১২টি যৌনতৃপ্ত দেশের নাম। এর মধ্যে ভারত রয়েছে অষ্টম স্থানে৷ শীর্ষে রয়েছে সুইজারল্যান্ডের নাম। এর পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে স্পেন ও ইতালি। একদম শেষে রয়েছে চীনের নাম৷ ডিউরেক্সের এই গবেষণার তালিকা প্রকাশ করেছে অল্টারনেট ডট ওআরজি।
ডিউরেক্সের সংজ্ঞা অনুযায়ী যারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, যারা চাপমুক্ত এবং যাদের মুক্তভাবে যৌনতা-যাপনের সুযোগ আছে তারাই শুধুমাত্র যৌনতৃপ্ত। সব মিলে যৌনতা-যাপনের শীর্ষ সুখে পৌঁছাতে পারলে তাকেই তৃপ্তি বলে মনে করছে ডিউরেক্স। এই সংজ্ঞার আওতায় ২৬টি দেশের প্রায় ২৬ হাজার মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে বিশ্বের শতকরা ৪৪ শতাংশ লোক যৌনতৃপ্ত। সমীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকের বয়স ১৬ এর উপরে।
তালিকার শীর্ষ ১২ তে জায়গা করে নিয়েছে নিম্নলিখিত এই দেশগুলো।
    ১. সুইজারল্যান্ড
    ২. স্পেন
    ৩. ইতালি
    ৪. ব্রাজিল
    ৫. গ্রিস
    ৬. দ্য নেদারল্যান্ডস
    ৭. মেক্সিকো
    ৮. ভারত
    ৯. অস্ট্রেলিয়া
    ১০. নাইজেরিয়া
    ১১. জার্মানি
    ১২. চীন
Previous
Next Post »
Thanks for your comment