BDNow24 News

আইসিসির পাল্টে যাওয়া র‌্যাকিংয়ে একক রাজত্ব দেখালেন সাকিব!

স্পোর্টস ডেস্ক : টাইগার ক্রিকেটার বলেই হয়তো আইসিসি ্যাকিংয়ে এমন রাজত্ব দেখাচ্ছেন সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের কোনো খেলা নেই

এমনই এক সময়ে পরিবর্তন আসে আইসিসির ্যাকিংয়ে এখানেও চমক বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের ধারনা করা হয়েছিল হয়তো চেয়ার থেকে নেমে যেতে হতে পারে সাকিবকে

কিন্তু না পরিবর্তনের ধাক্কায়ও ক্রিকেটের তিন ফরমেটে আল রাউন্ডার হিসাবে সবার উপরে রয়েছেন সাকিব দ্বিতীয় স্থানে থাকাদের চেয়ে এখনো বিস্তর ব্যবধানে রয়েছেন সাকিব আল হাসান

টি-টোয়েন্টিতে সাকিব ৩৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তার নিকটবর্তী রয়েছেন মোহাম্মদ হাফিজ তার পয়েন্ট ৩৩১

ওয়ানডেতে ৪১৮ পয়েন্ট সাকিবের তার নিচে রয়েছেন ডিলশান তার পয়েন্ট ৩৭৯ অন্যদিকে টেস্টেও বেশ উপরে রয়েছেন সাকিব টেস্টে সাকিবের পয়েন্ট ৩৮৪ অন্যদিকে দ্বিতীয় স্থানে উঠে আসা অশ্বিনের পয়েন্ট ৩৪১

অস্ট্রেলিয়া অক্টোবরে আসলেও দীর্ঘদিন খেলা নেই বাংলাদেশের কিন্তু এই পয়েন্ট তালিকা দেখে ধরে নেয়া যায় আইসিসিতে নিজের রাজত্বকে ধরে রাখতে পারবেন সাকিব আল হাসান
Previous
Next Post »
Thanks for your comment