BDNow24 News

টেস্টে ভালো করলে ওয়ানডেতে আমাকে বিবেচনা করবে: ইমরুল

টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি। ইনিংস উদ্বোধন করার মতো গুরুদায়িত্বও তার কাধে। কিন্তু ওয়ানডে দলে জায়গা পাওয়া ইমরুল কায়েসের জন্য সোনার হরিণের মতোই। 

অনেক দিন বাইরে থাকার পর বিশ্বকাপ দিয়ে ওয়ানডে দলে ফিরেছিলেন। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেই থেকে দলের বাইরে।

কিন্তু এভাবে আর থাকতে চান না ইমরুল। ওয়ানডে দলেরও নিয়মিত সদস্য হওয়ার বাসনাটা তার মনে আছে। আজ মিরপুরে সাংবাদিকদের সেটা জানালেনও বাঁহাতি এই ব্যাটসম্যান।
ওয়ানডে দলে ফেরার অস্ত্র হিসেবে টেস্টকেই বেছে নিচ্ছেন ইমরুল, ‘বিশ্বকাপ থেকে আমি ওয়ানডে দলে নেই। তবে টেস্টে ধারাবাহিকভাবে আরও ভালো করতে পারলে তাহলে আমরা মনেহয় ওয়ানডেতেও আমাকে বিবেচনা করবেন নির্বাচকরা।’

টেস্টে নিজের ব্যাটিং কৌশল নিয়ে ইমরুল বলছেন, ‘আমি যেহেতু টেস্ট ম্যাচ খেলছি তাই এখন টেস্টেই ফোকাস করা উচিত। মানসিকতাই বড় জিনিস। সবসময় ইতিবাচক থাকা উচিত। আগে আমি উইকেটে অনেকক্ষণ থাকতাম রান করতে পারতাম না। এটার হতাশায় অনেক সময় আউট হয়ে যেতাম। ব্যাটিংয়ের টেকনিক তো পরিবর্তন করা যায় না। এখন মানসিকতায় পরিবর্তন এসেছে। এ জন্যই হয়তো রান পাচ্ছি।’

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও কথা বলেছেন বাংলাদেশের এই টেস্ট ওপেনার। আর প্রতিপক্ষের শক্তিশালী বোলিং আক্রমণ আছে জেনেও ভালো করার ব্যাপারে আশাবাদী ইমরুল, ‘ওদের ভালো বোলিং আক্রমণ আছে। এটা সবাই জানে, ওরা বাউন্স দিয়েই আমাদের কাবু করতে চাইবে। মানসিকভাবে যদি প্রস্তুত থাকা যায় এবং প্রক্রিয়াটা যদি ঠিক থাকে তাহলে অস্ট্রেলিয়া সিরিজেও ভালো করা সম্ভব।’

Previous
Next Post »
Thanks for your comment