BDNow24 News

বোনাস পাচ্ছেন আল-আমিনও

অঙ্কটা খুব সামান্য। তবু বাংলাদেশ দলের জন্য বিসিবির বরাদ্দ বিশ্বকাপ বোনাসের ভাগ পাচ্ছেন আল-আমিন হোসেনও। দলীয় শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে যাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। অপরাধের দণ্ড পাওয়া পেসারকে এর পরও পুরস্কৃত করার সিদ্ধান্তের কথা জানিয়ে গতকাল ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান অস্ট্রেলিয়া থেকে টেলিফোনে বলেছেন, 'এই সুসময়ে আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না। আল-আমিন যে একটি জয়ে দলের সঙ্গে ছিল, সেই ম্যাচের বোনাস থেকে আনুপাতিক হারে সে-ও একটি অংশ পাবে।'
সেই জয়টি সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের বিপক্ষে। এমন জয়ের জন্য বরাদ্দ পাঁচ হাজার ইউএস ডলার। স্কটল্যান্ডের বিপক্ষে জয়েও তাই। তবে ইংলিশদের হারানোর জন্য ২০ হাজার। আর কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য আরো ১ লাখ ডলার। মোট ১ লাখ ৩০ হাজার ডলার দলের ক্রিকেটার, কোচ এবং অন্য সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এসব তো বিশ্বকাপের জন্য আলাদা করে ঘোষণা করা বোনাস। এর বাইরেও কিছু বোনাস চালু আছে বিসিবিতে। যেমন র‌্যাংকিংয়ের ছয় নম্বর দল ইংল্যান্ডকে হারানোর জন্য ক্রিকেটাররা প্রত্যেকে পাবেন আরো এক হাজার ডলার করে।
Previous
Next Post »
Thanks for your comment