BDNow24 News

‘রোনালেদা কিংবা জিদান নয় মেসিই সেরাদের সেরা’

রিয়াল মাদ্রিদে দীর্ঘ ১৬ বছর খেলেছেন কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেস। আর তার খেলোয়াড়ি জীবনের এই দীর্ঘ সময়ে তিনি খেলেছেন ব্রাজিলের রোনালদো, জিনেদিন জিদান, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিশ্ব কাঁপানো ফটবলারদের সাথে। তবে সাবেক এই রিয়াল তারকা সেরাদের সেরা হিসেবে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকেই বেছে নিয়েছেন।
এক টিভি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মেসির প্রশংসা করে রাউল গঞ্জালেস বলেন, ‘আমি যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে মেসিই সেরা। আমি অত্যন্ত ভাগ্যবান যে, জিনেদিন জিদান, লুইস ফিগো ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে পেরেছি। কিন্তু মেসি সম্পূর্ণ ভিন্ন ও অনন্য।
তিনি আরো বলেন, ‘সব কিছুকেই সে সহজভাবে দেখে। বিনা পরিশ্রমেই সে সব কিছু করে ফেলে, এমনকি অসম্ভব কাজগুলোও। যখন আপনি তার খেলা দেখবেন, মনে হবে যেন রাস্তায় সতীর্থদের সঙ্গে তার খেলা দেখছেন।


Previous
Next Post »
Thanks for your comment