BDNow24 News

গাজীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দপ্তরি গ্রেপ্তার

কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে ঐ বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী আশরাফুল আলমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আশরাফুল বড়বের গ্রামের জামাল উদ্দিনের ছেলে। স্থানীয় ভাবে মিমাংসায় ব্যর্থ হয়ে সোমবার দুপুরে থানায় এসে অভিযোগ করে ছাত্রীর চাচা। পরে পুলিশ আসামি আশরাফুলকে দুপুরে বিদ্যালয় থেকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানায়, ছাত্রীর বাবা মা বাড়িতে না থাকায়  আশরাফুল আলম গত শনিবার সন্ধ্যায় কৌশলে তার ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর চাচী ও চাচা টের পেয়ে আটকানোর চেষ্টা করলে আশরাফুল মোবাইল ফেলে ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় ভাবে মিমাংসা কারার জন্য দুই দিন চেষ্ঠা করে ব্যর্থ হয়ে আজ তার চাচা ছাত্রীসহ থানায় এসে অভিযোগ দায়ের করেন।
Previous
Next Post »
Thanks for your comment