BDNow24 News

তরুণীদের রাতে ঘুম হারাম করেছে মুস্তাফিজ

সাতক্ষীরার ১৯ বছরের ছেলেটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠ কাঁপাতে দেখা গলে বল হাতে।  ক্রিকেট বিশ্ব অবাক তাঁকিয়ে রইল তার দিকে।  কিন্তু গ্যালারি থেকে শুরু করে টেলিভিশন দর্শকদের মধ্যে যে সব তরুণী কয়েক দিন আগেও সাকিব সাকিব বলে গলা ফাটাতেন, তাদের কন্ঠে এখন অন্য নাম।  নতুন এ নাম মুস্তাফিজ।  এখন মুস্তাফিজ স্বপ্নে বিভোর কিশোরী থেকে শুরু করে তরুণীরা।

বিশ্ব ক্রিকেটের বোলারদের শাসন করা ভারতীয় অভিজ্ঞ ব্যাটস্ম্যানদের রীতিমতো মিরপুরে শাসন করলেন সাদামাটা চেহারার এই উনিশ বছরের ছেলেটি।  আর তার এই সহজ-সরল লাজুক স্বভাবই মেয়ে মহলে তাকে তুলেছে জনপ্রিয়তার তুঙ্গে।

জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেট, দ্বিতীয়টিতে ৬ উইকেট। ক্রিকেট বিশ্বে এমন রেকর্ডের অধিকারী এখন একমাত্র আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজ আজ তাই এদেশের সবচেয়ে আলোচিত নাম। হালকা-পাতলা গড়ন, ডাগর ডাগর চোখ ও শ্যামলা বরণ পুরুষের যে কটি দিক নারীরা সবচেয়ে পছন্দ করে তার সবই আছে মুস্তাফিজের।

তাই আর যায় কোথায়? ফেসবুকে নারীদের ওয়াল ঘুরলেও তাই দেখা যাচ্ছে

* ইস. . মুস্তাাফিজ আর কয়েকটা দিন আগে আসলে এবারের বিশ্বকাপটা আমাদের ঘরে থাকতো।  ২০১৯ সালের ট্রফি আমাদের ঘরেই আসছে সবাই প্রস্তুত হোন।

* মুস্তাফিজ কি শুরু করলো! আজও ৬ উইকেট!! দলে তো আরও  বোলার আছে না কী!!!

* আহা সাকিবের ২শ উইকেট হতে আরো ৩টি উইকেট বাকি। মুস্তাফিজ একটু থাম। তৃতীয় ওয়ানডেতে একটু ভাগ দিস।

* মুস্তাফিজকে সুযোগ দিলে অনুশ্কা শর্মারও আউট করে দেবে! 
Previous
Next Post »
Thanks for your comment