অভিষিক্ত টাইগার মুস্তাফিজুর রহমান সফরকারী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছিলেন, প্রথম ম্যাচে তার ৫ উইকেটের উপর ভর করেই শক্তিশালী ভারতের বিপক্ষে জয় পেয়েছিলো টাইগররা। এরপর গতকাল আবার ভারতের বিপক্ষে তাদের মূল ব্যাটিং লাইন-আপের ছয় ছয়জন ব্যাটসম্যানকে হাওয়া করে রীতিমত স্পেশাল টাইগার হয়ে গেছেন ১৯ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। আর এই সাফল্যে তার প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের সাধারণ মানুষ থেকে একবারে সেলিব্রেটিরাও।
এই কাতারে যথারীতি এবার মুস্তাফিজুর রহমানে ব্যাপক মুগ্ধ বনে গেছেন আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপিও। তিনি তার ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে এক স্ট্যাটাসে লিখেছেন “চোখে তো শুধু মোস্তাফিজকেই দেখি!!”। আজ সোমবার বিকেলের দিকে দেয়া এক স্ট্যাটাসে হ্যাপি তার অনুভূতি এভাবেই প্রকাশ করেন।
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর সময়ের আলোচিত অভিনেত্রী হ্যাপি তার নিজের ফেসবুক পেজে এমন স্ট্যাটাস দেয়ায় এবার আলোচনা শুরু হয়েছে তাহলে কি হ্যাপি তার পুরনো ভালোলাগার মানুষ ক্রিকেটার রুবেল হোসেনকে ছেড়ে নব্য টাইগার মোস্তাফিজুরে মজলেন? তিনি কি এবার মোস্তাফিজের প্রেমে হাবুডুবু খেতে চলেছেন? এমনই জিজ্ঞাসা নাড়া দিচ্ছে অনেকের মনে। তবে এ সকল আলোচনা-সমালোচনা হলেও এখনো কোনো উত্তর পাওয়া যায় নি, হয়ত উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।
এর আগে গতকাল বাংলাদেশে-ভারত ম্যাচ চলাকালীন সময়ে মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন এই আলোচিত হ্যাপি। তিনি সেখানে হিজাব পরে খেলা দেখতে গিয়েছিলেন, যাহাও গণমাদ্যমে জন্ম দিয়েছিলো আলোচনার। এদিকে গতকাল ভারতকে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত ভেলকিতে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করার পর সেই খেলা দেখে হ্যাপি গতকালও মুস্তাফিজের একদম দিওয়ানা হয়ে এক স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে হ্যাপি প্রসংশায় পঞ্চমুখ ছিলেন এই উজ্জ্বল টাইগারের।
ConversionConversion EmoticonEmoticon