BDNow24 News

মাশরাফিকে ধোনির আশ্বাস, আইপিএলে মুস্তাফিজুর!

স্পোর্টস ডেস্ক : ভারতীয় বাংলা সংবাদ মাধ্যম আনন্দবাজারআজকালপত্রিকার আজকের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের পর মাশরাফি নাকি একাই চলে গিয়েছিলেন ভারতের ড্রেসিংরুমে৷‌ হাত মেলান ধোনির সঙ্গে৷‌ আবদার করেন, ভারত অধিনায়কের একটি ব্যাট তার চাই৷‌ ধোনির কাছে একটা ব্যাটও নাকি চেয়েছেন দেশের এক নবীন প্রতিভাকে উত্‌সাহিত করতে।

ধোনিও নাকি খালিহাতে ফেরাননি টাইগার দলপতিকে।  ধোনি বলেন, নিশ্চয়ই পাঠিয়ে দেবেন৷‌ আর হ্যাঁ, দাদার মতোই মাশরাফিও ছোটভাইয়ের জন্য অনুরোধ করেছেন ধোনির কাছে৷‌ মাশরাফি তাকে বলেন, আগামী আইপিএলে মুস্তাফিজুর যাতে কোনও দলে খেলার সুযোগ পান, তা দেখতে৷‌ এক্ষেত্রেও ধোনি তাকে আশ্বস্ত করেছেন, বলে জানিয়েছে দুটি সংবাদমাধ্যমই৷‌ তখন ধোনিও মনে রাখেননি, মুস্তাফিজুরের হাতেই যে নাস্তানাবুদ হতে হল টিম ইন্ডিয়াকে৷‌ 
Previous
Next Post »
Thanks for your comment