নায়িকা হিসেবে কিয়ারার পর এবার একতা বেছে নিলেন টেলি-তারকা ঋত্বিক
ধনজানিকে। পাঁচটি ছোট কাহিনি নিয়ে একতার নতুন ছবি ‘xxx’। যে ছবিতে নিজের জায়গা পাকা করে নিলেন ঋত্বিক।
একতা কাপুরের আগামী সিনেমায় হবে সেক্স ইরোটিকা। যেখানে আছে পাঁচ-পাঁচটি
গল্প। আর এই গল্পগুলির জন্য একতার প্রয়োজন একাধিক নায়ক-নায়িকার। তাই আপাতত ছবির অভিনেতা-অভিনেত্রীর
খোঁজ চলছিল সোশ্যাল মিডিয়ায়। তবে শর্ত একটাই। এ ছবিতে অনেক সাহসী দৃশ্যে অভিনয়
করতে হবে তাঁদের। আর এই শর্তে রাজি হলেই তবেই মিলবে ‘xxx’-এর অভিনয় করার
চান্স।
তবে শুধু মুখের কথায় নয়। বোল্ড দৃশ্যে অভিনয় করতে গিয়ে যাতে বেঁকে
না বসেন নায়ক-নায়িকারা সেকারণে শিল্পীদের সঙ্গে বিশেষ চুক্তি করা হচ্ছে। চুক্তিপত্রে
স্পষ্ট করে উল্লেখ রয়েছে যে,
“এটি একটি যৌনতা সংক্রান্ত ছবি। এতে তাঁদের অনেকগুলি দৃশ্যে নগ্ন
বা অর্ধনগ্ন অবস্থায় অভিনয় করতে হতে পারে। এতে আপত্তি জানাতে পারবেন না তাঁরা। পরে
কোনও বিতর্কও তুলতে পারবেন না৷”
ইতিমধ্যে কিয়ারা রাজি হয়েছেন চুক্তিতে। সম্প্রতি এই পত্রেই সই
করলেন ঋত্বিক। আপাতত ঋত্বিক ব্যস্ত আছেন টেলি-শো ‘নাচ বলিয়ে’-তে।
আগামী বছরের শেষের দিকেই মুক্তি পাবে ‘xxx’। ইতিমধ্যেই সিনেমার পোস্টারও প্রকাশিত হয়েছে।
ConversionConversion EmoticonEmoticon