BDNow24 News

সালমান কোন ধর্মের?

বলিউডের তিনি ভাইজান। পৈতৃক পরিচয়ে একজন খাঁটি মুসলিম। কিন্তু নিজেকে শুধু মুসলিম নয়, একজন হিন্দু-মুসলিম মনে করেন সুপারস্টার সালমান খান। সম্প্রতি, অবৈধ অস্ত্র মামলায় যোধপুর আদালতে বয়ান দিতে গিয়ে এমনটাই বললেন দাবাং খান।
বুধবার যোধপুর সিজেএম আদালতে বয়ান রেকর্ড করার জন্য নিয়ে আসা হয় নায়কে। সেখানে বিচারপতি তাঁর ধর্ম জিজ্ঞাসা করলে নির্দ্বিধায় তিনি বলে আমি একজন হিন্দু-মুসলিম। কারণ আমার বাবা মুসলিম ও মা হিন্দু।
এইদিন সকাল ন'টা নাগাদ বোন আলভিরা ও দেহরক্ষীদের সঙ্গে নিয়ে আদালতে হাজির হন সালমান। বয়ান রেকর্ড করার আগে তিনি জানান 'আমি নির্দোষ'। তবে সলমনের বয়ান শোনার পর বিচারপতি আবার ২৯ এপ্রিল আদালতে হাজির হতে বলেছেন অভিনেতাকে।
২০০২ সালে 'হিট অ্যান্ড রান' কেসে আদালত রায় জানাবে ৬ মে৷


Previous
Next Post »
Thanks for your comment