এবার নেপালে ভয়ঙ্কর ভূমিকম্পে নিহত এবং দুর্গতদের প্রভাব এসে পড়ল
স্প্যানিশ লা লিগার ম্যাচে৷ বার্সেলোনা-গেটাফে ম্যাচের আগে কাম্প ন্যু-তে নেপালে ভূমিকম্পে
ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানানো হয়। মঙ্গলবার দুই দলের ম্যাচের আগে এক মিনিটের
নীরবতা পালন মেসি-নেইমাররা।
গত শনিবার দুপুরে আচমকা হওয়া বিধ্বংসী ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে
প্রচুর ক্ষয়ক্ষতি হয় নেপালে৷ মারা যান হাজার হাজার মানুষ৷ বুধবার সকাল পর্যন্ত পাওয়া
তথ্য অনুযায়ী নেপালে ৪ হাজার ৭৬৮ জন ভূমিকম্পের বলি হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৬০০
জনেরও বেশি মানুষ।
ConversionConversion EmoticonEmoticon