BDNow24 News

বড় ধরনের বিপদে পড়ল শাহরুখের কলকাতা!


আইপিএল খেলছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। তারকা খচিত শাহরুখের কলকাতা নাইট রাইডার্স এবার বড় ধরনের বিপদে পড়েছে। দল যদিও ভালোই জয় পাচ্ছে কিন্তু শাহরুখের দলের উপর এবার একটি আঘাত এসে হাজির হলো। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সিরিজ থাকায় বেশ আগেই ঢাকায় এসেছেন সাকিব।
কলকাতার মূল বলার সুনীল নারিনের বোলিং নিয়ে বিতর্ক জাগে ২২ মার্চ। কলকাতা নাইট রাইডার্সের স্পিনার নারিন চলতি আইপিএলে আর অফ-স্পিন বল করতে পারবেন না। আইপিএল আসরে অংশ নেয়ার আগে কলকাতা বলেছিল, নারিনকে না পেলে আমরা এবারের আসরে অংশ নেব না।
আর এর মূল কারণ ছিলো তার অফ-স্পিন জাদু। আর এবার সেই নারিনই কার্যত অচল হয়ে পড়ছেন। আর কলকাকার জন্য এটি একটি বড় ধরনের বিপদ। কয়েকদিন আগে সান রাইজার্স হায়দারাবাদের বিপক্ষে বোলিং করার সময় ম্যাচ অফিসিয়াল কর্তৃক সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন সুনিল নারিন।
পরে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সায়েন্স স্পোর্টস সেন্টারে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হয় তাকে। বুধবার এর রিপোর্টে প্রকাশিত হলেই তার অফ-স্পিন বোলিংয়ে আসে নিষেধাজ্ঞা। তবে তিনি বোলিংয়ের ধরন পাল্টাতে পারবেন।
এর পরেও কলকাতা তাকে মাঠে নামালে তাকে অফ-স্পিন বল করা থেকে বিরত থাকতে হবে। নিজের স্বাভাবিক খেলা তিনি চালিয়ে যেতে পারবেন।


Previous
Next Post »
Thanks for your comment