BDNow24 News

টেস্ট থেকে বাদ পড়লেন মাশরাফি ও তাসকিন!

পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ জন খেলোয়াড়ের স্কোয়াডে নেই মাশরাফি, নাসির, এনামুল ও সোহাগ গাজী। প্রথমবারের মত দলে যায়গা হয়েছে জুবায়ের, লিটন দাশ ও মোহাম্মদ শহীদের। টেস্ট দলের অধিনায়ক হিসাবে মুশফিক ও সহ অধিনায়ক হিসাবে তামিমের নাম ঘোষণা করে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দেয় বিসিবি।

মুশফিকের নেতৃত্বে ঘোষিত টেস্ট দলে ডাক পেয়েছেন গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে থাকা ইমরুল কায়েস, শোভাগত হোম ও শাহাদাত হোসাইন।

বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, প্রথম শ্রেণির ক্রিকেটে খুব ভালো খেলছে শহীদ। লম্বা স্পেলে বল করার সামর্থ রাখে সে। টেস্টে এটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ঘরোয়া ক্রিকেটে খুব ভালো খেলছে লিটন দাশ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রেখেছে সৌম্য সরকার। সে সব বিবেচনায় তাদেরকে টেস্ট দলে নেওয়া হয়েছে।

টাইগারদের টেস্ট স্কোয়াড:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম চৌধুরী, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহীদ।
Previous
Next Post »
Thanks for your comment