BDNow24 News

কোন ধরনের মেয়েকে বিয়ে করতে চান নাসির?

জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাসির হোসেন। মিস্টার ফিনিশার হিসাবে তার জুরি নেই। যদিও পাকিস্তানের বিপক্ষে মঠে নামারও তেমন কোনো প্রয়োজন হয়নি তার। কিন্তু টাইগারদের সেরা তারকার একজন তিনি। 
নাসির হোসেন এবার বিবাহ, প্রেম-ভালোবাসা  নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এসব প্রশ্নের উত্তর মিস্টার ফিনিশার তার নিজের ছন্দেই দেন। যে ধরনের মেয়েকে বিবাহ করতে চান নাসির হোসেন সেটাও স্পষ্ট হয় তার দেয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে।  
বিয়ে নিয়ে ভাবনার প্রসঙ্গে তিনি বলেন, দুই-তিন বছর পর বিয়ে করার ইচ্ছা আছে। কোন ধরনের মেয়েকে বিয়ে করতে চান নাসির হোসেন? এ বিষয়ে তিনি বলেন, যারা ক্রিকেটার নাসির নয় শুধু নাসিরকে ভালোবাসবে ও আমার পরিবারের সঙ্গে মানিয়ে নিতে পারবে তাদের কোনো একজনকে।

নাসির বলেন, অনেক সাধারণ ও সাদাসিধা হলেই চলবে। তবে তাকে অনেক হাসি-খুশি থাকতে হবে। প্রেমের বিষয়ে তিনি বলেন, আমি কাউকে যে পরিমাণ ভালোবাসি, সে-ও আমাকে একই পরিমাণ ভালোবাসবে। ভালোবাসার আদান-প্রদানটা সমান হতে হবে। 
Previous
Next Post »
Thanks for your comment