BDNow24 News

ফের বাংলাদেশ সফরে আসতে আগ্রহী সেই দেশ

বাংলাদেশ এ যাবৎ ১০ বার ওয়ানডেকে বিভিন্ন দেশকে হোয়াইট ওয়াশ করে। সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ বিশ্বে তাদের নতুন ক্রিকেট শক্তির পরিচয় মেলে ধরে। শক্তির বিচারে মোটেই পিছিয়ে নেই বাংলাদেশ। তবে বাংলাদেশ একটি দেশকে গত বছর হোয়াইট ওয়াশ করে। 
আর সে দেশটি এ বছরের শেষের দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) এই ব্যবস্থাপনা পরিচালক অ্যালিস্টার ক্যাম্পবেল এ বিষয়টি জানান। তিনি জানান নম্বেম্বর ও ডিসেম্বরের দিকে বাংলাদেশে আসতে চায় তারা।
বাংলাদেশের সাথে বারবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সাখে ক্রিকেট খেলে তাদের ক্রিকেট শক্তির উন্নতি চান ক্যাম্পবেল। ২০১৪ সালের ডিসেম্বরের দিকে বাংলাদেশের সাথে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয় জিম্বাবুয়ে।

তবে নাজমুল হাসান পাপান অবশ্য জানান, বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে চার জাতি টুর্নামেন্টে  অংশ নেবে। এ বিষয় ও অন্যান্য দিক নিয়ে সেসব দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে আমাদের কথা হবে। পরে অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
Previous
Next Post »
Thanks for your comment