তিনটি সিম কার্ড ব্যবহার করা যাবে এমন নয়া ফোন আনছে এসার৷ এসারের নয়া এই ফোনটির নাম Acer Liquid X2৷ তবে ফোনটির অপারেটিং সিস্টেম কী হবে তা এসারের তরফে জানানো হয়নি৷ বুধবার নিউইয়র্কে নয়া এই ফোনটিকে সর্বসমক্ষে দেখানো হয়৷
জানা গিয়েছে নয়া এই ফোনটিতে থাকবে ৬৪ বিট অক্টো-কোর প্রসেসর ও থাকবে ৪ জিবি ব়্যাম৷ এছাড়া জানা গিয়েছে, ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে’র এই ফোনটি থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা৷ পাশাপাশি ফোনটিতে থাকবে সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরা৷ এছাড়া এই ফোনটিতে থাকবে ৪০০০এমএএইচ ব্যাটারি থাকবে বলে এসারের তরফে জানানো হয়েছে৷
তবে এসারের তরফে জানানো হয়েছে আগামী মাসের প্রথম দিকে নয়া এই ফোনটি ইউরোপের বাজারে পাওয়া যাবে৷ পাশাপাশি এটাও জানানো হয়েছে ভারতের বাজারেও এই ফোনটি আনা হবে৷
ConversionConversion EmoticonEmoticon