প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আউট হয়েছেন আফ্রিদি, কথাটা ঠিক এভাবে না তবে প্রধানমন্ত্রী খেলা দেখতে মাঠে আসার একটু পরেই মাশরাফি বল তুলে দিলেন অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমানের হাতে। প্রথম স্পেলেই দারুণ বোলিং করে নিজের অভিষেক ম্যাচে ভালোই শুরু করেছিলেন এই বাহাতি বোলার।
আর নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলেই শহীদ আফ্রিদির উইকেট তুলে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল পুরো স্টেডিয়াম।
নিজের প্রথম স্পেলে দুই ওভার বল করে দশটি ডট বল করেছিলেন মুস্তাফিজ। পাকিস্তানের টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান আহমেদ শেহজাদ মুস্তাফিজ সামলাতেই গিয়ে বার বার ব্যর্থ হয়েছিলেন।
ConversionConversion EmoticonEmoticon