জার্মান কিংবদন্তী ফ্রেঞ্জ বেকেনবাওয়ার এবার মেসিকে তুলে দিলেন
অনন্য এক উচ্চতায়। মাঠে মেসির অসাধারণ নৈপুণ্য আর দলের জয়ে অবদান রাখায় মেসিকে 'ঈশ্বরতুল্য' বললেন সাবেক
এই জার্মান অধিনায়ক। শুধু তাই নয় মৌসুমের বাকী সময়ে সাফল্যের জন্য বার্সেলোনাকে এই
মেসির উপরই নির্ভর করতে হবে বলে মনত্ব্য করেছেন তিনি।
২৭ বছর বয়সী এই আর্জেন্টাইন সুপারস্টার গত মৌসুমটা হতাশাজনকভাবেই
কাটান। তবে চলতি বছরের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন তিনি। আর তার
দল বার্সেলোনাও লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মন্তব্য
করেছেন বেকেনবাওয়ার।
স্কাই ৯০কে দেয়া এক সাক্ষাৎকারে বেকেনবাওয়ার বলেন, ‘মেসি একজন
স্বর্গীয় খেলোয়াড়। সে ঈশ্বরতুল্য। বার্সেলোনার সকল আশা মেসির উপর নির্ভরশীল।’
লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কাতালানরা। মঙ্গলবার তারা গেটাফের
মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও জোড়া গোল করে দলের জয়ে ভুমিকা রাখেন মেসি। এই আর্জেন্টাইন
সুপার স্টারের একজন বড় ভক্ত বেকেনবাওয়ার। তিনি মনে করেন, মেসি সবগুলো
লিগেই নিজের ফর্ম ধরে রেখে দলের শিরোপা জয়ে মুখ্য ভূমিকা পালন করবে।
ConversionConversion EmoticonEmoticon