BDNow24 News

মেসি, নেইমার, সুয়ারেস ত্রয়ীর ১০০ পার!

লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেস-বার্সেলোনার আক্রমণভাগকে অনন্য করে তোলা এই ত্রয়ী গেতাফের বিপক্ষে ম্যাচে একটি মাইলফলক পেরিয়েছেন। এই মৌসুমে তিন জন মিলে এরই মধ্যে ১০০ গোলের বেশি করে ফেলেছেন।

গত মঙ্গলবার স্পেনের লা লিগায় নিজেদের মাঠ কাম্প নউতে গেতাফেকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা।
এই ম্যাচের আগে মেসি-নেইমার-সুয়ারেসের মিলিত গোল ছিল ৯৭টি। গেতাফের বিপক্ষে বার্সেলোনার ৬ গোলের ৫টিই এই ত্রয়ীর। আর এতেই একশ' ছাড়িয়ে এখন দুটি গোল বেশি তাদের।
গেতাফের বিপক্ষে জোড়া গোল করা মেসি সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে বার্সেলোনার হয়ে করেন ৪৯ গোল। একটি গোল করা নেইমারের মোট গোলসংখ্যা ৩২টি। আর জোড়া গোল করে সুয়ারেস তার গোলসংখ্যা নিয়ে যান ২১টিতে।  
মেসির ৪৯ গোলের ৩৮টি লিগে, ৮টি চ্যাম্পিয়ন্স লিগে আর তিনটি স্পেনের কাপে।
নেইমার লিগে করেন ২০ গোল। চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলের এই তারকার গোল ৬টি, আর কাপে করেন ছয়টি গোল।
সুয়ারেসের ২১ গোলের ১৩টি লিগে, ৬টি চ্যাম্পিয়ন্স লিগে এবং দুটি কাপে।
এর আগে বার্সেলোনার হয়ে প্রথম ১০০ গোলের মাইলফলকে পৌঁছানো আক্রমণ ত্রয়ীতেও ছিলেন মেসি। ২০০৮-০৯ মৌসুমে মেসি (৩৮), স্যামুয়েল এতো (৩৬) ও থিয়েরি অঁরি (২৬) মিলে ঠিক ১০০ গোল করেছিলেন। 
এই ত্রয়ীর রেকর্ড ২০১১-১২ মৌসুমে ভেঙে গিয়েছিল। রেকর্ড ভাঙা সেই আক্রমণ ত্রয়ীতেও ছিলেন মেসি। সেবার মেসি (৭৩), সেস ফাব্রেগাস (১৫) ও আলেক্সিস সানচেস (১৩) মিলে করেছিলেন ১০১ গোল।
গোলের এই পরিসংখ্যান দেখে অনেকেই বলছেন, বার্সেলোনার যে কোনো সময়ের সেরা আক্রমণ ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেসই।


Previous
Next Post »
Thanks for your comment