BDNow24 News

কারখানার ভিতর নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, বাবাকে মার

হিন্দমোটর কারখানা চত্বরেই নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে প্রহৃত বাবা। গ্রেফতার অভিযুক্ত ২ প্রতিবেশী যুবক। ফেরার আরও ১।
রানাঘাটকাণ্ডের রেশ কাটতে না কাটতেই হিন্দমোটর কারখানার কোয়ার্টারে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে প্রহৃত বাবা। গ্রেফতার ২। ফেরার এখনও এক অভিযুক্ত।
নবম শ্রেণির ওই ছাত্রীর দাবি,  বৃহস্পতিবার রাতে প্রতিবেশী ৩ যুবক তাকে তাদের কোয়ার্টারের সামনে থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়ের চিৎকার শুনে বাবা ছুটে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।
উত্তরপাড়া থানার পুলিশ গুড্ডু ও পিন্টু ঠাকুর নামে ২ প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে। যদিও ধৃতদের দাবি, তাঁদের ফাঁসানো হয়েছে।
এদিকে, প্রতিবেশীদের দাবি, হিন্দমোটর কারখানা বন্ধ হওয়ার পর কোয়ার্টার গুলিতে দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। সন্ধে নামতেই গাঢ় অন্ধকারে ছেড়ে যায় গোটা কারখানা চত্বর। সেই কারণেই দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত বলে অভিযোগ।
নির্যাতিতাকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফেরার আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
Previous
Next Post »
Thanks for your comment