পিরিতি কাঁঠােলর আঠা লাগলে পরে ছুটেনা, পুরোনো দিেনর এই কথািটর যথার্থ প্রমান দিল এযুগের ডিজিটাল লাইলি ডিজটাল মজনু , তাইতো পুিলশ স্বামী ছেরে ছাত্র নেতা প্রেমকের হাত ধরে উধাও ধামরাইয়ের প্রেমক যুগল ! এই আলোচিত ঘটনাটি সোমবার ঘটে !
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহম্মদ এক ইন্সপেক্টরের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নান্নার নওগাঁও গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহম্মদ ধামরাই থানার সাব ইন্সপেক্টর আতাউরের স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। গতরাতে তারা উধাও হয়ে যায়।
এ ঘটনায় ধামরাই থানা পুলিশ বুলবুলের সন্ধান পেতে তার সহপাঠি কলেজ ছাত্র তুষান ও তার বাবা বান্দু মিয়াকে আটক করেছে। এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছাত্রদলের এ নেতার সঙ্গে পুলিশ অফিসারের স্ত্রী চলে যাওয়ার ঘটনা নিশ্চিত হওয়ার পর, তাদের সন্ধান জানার জন্য তুষান ও তার পিতা বান্দুকে আটক করা হয়েছে। বুলবুলকে খুঁজে পাওয়ার জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।
ConversionConversion EmoticonEmoticon