শহীদ কাপুর দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করছেন। এ খবর শুনে কাল পুরো বলিউড ছিল সরগরম। শহীদের জনপ্রিয়তা যে কী ভীষণ তুঙ্গে তার চিত্র আবারও দেখা গেল শহীদের বিয়ের খবর প্রচার হবার পরে। শহীদের আকস্মিক বিয়ের সংবাদে বিস্মিত তার নারী ভক্তরা শহীদকে বিয়ে করা থেকে বিরত করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন অনশনে যাবার।
শহীদের এক ভক্ত কান্নায় ভেঙে পড়ে বলেন, তিনি শহীদের প্রত্যেকটি সিনেমা অন্তত দশ বার করে দেখেছেন। তিনি নাকি শহীদের পাশে তখনও ছিলেন যখন শহীদের পাশে কেউ ছিল না। তাহলে শহীদ কেন এমন করছেন?
আরেকজন দুঃখ করে বলেন, তিনি নাকি প্রথমে ভিরাটের প্রেমে পড়েছিলেন। কিন্তু ভিরাট আনুশকার সঙ্গে প্রেম করছেন শুনে তিনি শহীদের প্রতি আকৃষ্ট হন, কিন্তু শহীদও বিয়ে করে ফেলছেন।
আরেক ভক্ত জানান, তিনি সারা জীবন শহীদের বড় বড় পোস্টার দিয়ে তার শোবার ঘর ভরিয়ে ফেলেছিলেন। তার ফেসবুকের পাসওয়ার্ডও নাকি ‘আই লাভ শহীদ’ যা কিনা তার বন্ধুরা প্রায়শই হ্যাক করে ফেলত। তিনি কিছুতেই মানতে পারছেন না, তার ভালোবাসার মানুষ শহীদ কী করে আরেকজনের হাত ধরতে পারেন।
আরেক ভক্ত বলেন, শহীদ যেন বিয়ে না করেন তার জন্য তারা অনশনে যেতেও প্রস্তুত। এই ভক্ত এতো বড় দুঃখ পেয়েছেন যে তিনি শহীদের সব সিনেমা দেখে যা টাকা ব্যয় করেছেন তার সব এখন ফেরত চান।
তবে ঘটন- অঘটন যাই ঘটুক লাখো তরুণীর হৃদয় ভেঙে শহীদ কিন্তু সাত পাকে বাধা পড়ছে দিল্লির মেয়ে মিরা রাজপুতের সাথেই ।
ConversionConversion EmoticonEmoticon