BDNow24 News

যেভাবে বাবাকে বাঁচালো দুই বছরের শিশু সন্তান !


টাকা নেই পকেটে। কয়েক মাস ধরে ঘর ভাড়াও দিতে পারছেন না। তবে কখন দিতে পারবেন সে সম্ভাবনাও দেখছেন না তিনি। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের লিংগাও জেলার বাসিন্দা তিনি।
বয়স তার ৩৯ বছর। ‌‘রাও নি’ যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেখানে এক বছর ধরে বেতনও পাচ্ছেন না। প্রতিষ্ঠানটি তাকে সাফ জানিয়ে দিয়েছে, তারা সেই টাকা পরিশোধ করবে না।
লিখিত চুক্তি না থাকায় আইনগত কোনো পদক্ষেপও নিতে পারছেন না তিনি। শেষ পর্যন্ত হতাশ রাও আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এ জন্য তিনি লিংগাওয়ে যে প্রতিষ্ঠানে কাজ করতেন তার কাছে একটি উঁচু ব্রিজের ওপরে উঠে বসেন।
পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ তাকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়েও নিচে নামাতে পারছিল না। এ অবস্থায় তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়।
মাইক্রোফোনে রাওয়ের দুই বছরের পুত্র-সন্তান ভাঙা ভাঙা কথায় বাবাকে নেমে আসতে বলে। বাবা যাতে ব্রিজ থেকে নিচে ঝাপ না দেয় সেজন্য সে অনুরোধ জানাতে থাকে। ছেলের অনুরোধে শেষ পর্যন্ত নিচে নেমে আসেন রাও নি।
এসময় পুলিশ রাওকে আশ্বাস দেয়, তার বেতনের বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিতে তাকে সাহায্য করবে।
Previous
Next Post »
Thanks for your comment