যেন এক শুভদিন। দিনটি তো রোববার। এ দিনেই ভারতের মাটিতে টাইগার বাহিনী গড়বে নতুন এক ইতিহাস! ভারতের মাটিতে ভারতকে উড়িয়ে দিয়ে কেতন উড়ানোর অপেক্ষায় টাইগার বাহিনী।
ভারতের চেন্নাস্বামী স্টেডিয়ামে চলছে লড়াই। আর এই স্টেডিয়ামেই টাইগারদের তর্জণ-গর্জণ। ভারত টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশের বোলিং আক্রমনের কাছে নতজানু হয়ে সঠিক পথ ভুলে গেছে।
ভারতের রানের চাকাকে রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ। ২৫ ওভার খেলা শেষে ভারতের সংগ্রহ মাত্র ১১০। আর দুইটি উইকেট হারিয়েছে ভারত।
এভাবে খেলতে পারলে ফলাফল হয়তো উঁকি দেবে বাংলাদেশ শিবিরে। ২০১৫ বিশ্বকাপ বঞ্চিত আল আমিন ভালো বল করছেন। প্রথম ৫ ওভারে মাত্র ১২ টি রান দিয়েছেন তিনি।
ভারত চাইবে যে কোনো ভাবে একটি বড় রানের স্কোড় গড়তে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের এই স্বপ্ন পূরণ হয় কিনা এটিই এখন দেখার বিষয়। একই সাথে সিরিজ জিততে যাচ্ছে কারা? এটিও।
ConversionConversion EmoticonEmoticon