BDNow24 News

তাসকিনের পথের এখনও অনেক বাকি!


গত বছরের জুনে ওয়ানডে অভিষেক থেকেই রঙিন পোশাকে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ তাসকিন। গতিময়, আগ্রাসি বোলিংয়ের কারণে টেস্টেও তাসকিনকে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ দল। কিন্তু বড় দৈর্ঘ্যের ম্যাচের জন্য এখনও প্রস্তুত নয় তার চোট প্রবণ শরীর। ভবিষ্যতের কথা ভেবে তাসকিনকে খুব সতর্কতায় সামলাচ্ছে বিসিবি।
গত কিছু দিনে অবশ্য সংবাদ মাধ্যমে তাসকিন বেশ কবার বলেছেন, টেস্ট খেলতে আর তর সইছে না তার। কদিন আগে বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরুসিংহেও বলেন, শিগগিরই টেস্টে দেখা যেতে পারে তাসকিনকে।
তবে হিথ স্ট্রিকের কণ্ঠে উল্টো সুর। জাতীয় দলের বোলিং কোচ সোমবার ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ হয়ে। তাসকিনের সঙ্গে নিবিড় ভাবে কাজ করা এই কোচের মতে, টেস্ট খেলতে আরও অপেক্ষা করতে হবে তাসকিনকে।
“তাসকিন সংক্ষিপ্ত সংস্করণে খেলে চলেছে, এখন আমরা ওকে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য প্রস্তুত করে তুলছি। তবে পথের এখনও অনেক বাকি। এই সফর হতে পারে ওর প্রথম পদক্ষেপ।”
চার বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলেও তাসকিন খেলতে পেরেছেন মোটে ১০টি ম্যাচ। সবশেষটি প্রায় আড়াই বছর আগে! তবে ভারত সফরে দুটি তিন দিনের ম্যাচের অন্তত একটিতে তাসকিনকে খেলানো হতে পারে।
স্ট্রিকের মতে, অস্ট্রেলিয়া সিরিজেই তাসকিনের টেস্ট খেলাটা হবে অভাবনীয় কিছু।
“সুনির্দিষ্ট সময় নিশ্চিত করা কঠিন, তবে তাসকিন শিগগিরই টেস্ট খেললে সেটা হবে ‘মিরাকল’। বড় দৈর্ঘ্যের ক্রিকেট সে দীর্ঘদিন ধরে খেলে না। তিন দিনের ম্যাচের একটি সিরিজ খেলেই টেস্টে নেমে যাওয়া খুব কঠিন। অতি উচ্চাভিলাষী ভাবনা এটা”।
চোট শঙ্কার কারণেও তাসকিনকে নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না বলে জানালেন স্ট্রিক।
“আমরা পরিস্থিতি দেখব। সুবিবেচিত সিদ্ধান্ত নিতে হবে আমাদের। কারণ ওকে তাড়াহুড়ো করে খেলিয়ে আবার চোট বাধাতে চাই না। বিশেষ করে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অনেক খেলা আছে আমাদের।”
Previous
Next Post »
Thanks for your comment