‘এ’ দলের ম্যাচ হলেও ভারত সফর খুব সহজ হবে বলে মনে করেন না মুমিনুল হক। এই সফরেও অনেক চাপ থাকবে। তবে উপভোগের মন্ত্রে সব চাপ জয় করতে চান বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক।
টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা হলেও ওয়ানডে দলে এখনও জায়গা পাকা করতে পারেননি মুমিনুল হক। সবশেষ ওয়ানডে খেলেছেন গত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে।
এরপর পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজে দলে থাকলেও জায়গা হয়নি একাদশে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো স্কোয়াডেই জায়গা হারালেন।
যদিও আগামী বছরের আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে নেই, তবু ভারত সফরের তিনটি এক দিনের ম্যাচে ভালো করলে ওয়ানডে ফেরার দাবিটা জানিয়ে রাখতে পারেন মুমিনুল।
রোববার শের-ই-বাংলায় সফরপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ওয়ানডে দলে ফেরার ভাবনা তার মাথায়ও আছে। তবে সেই ভাবনাকে মাথায় চেপে বসতে দিতে চান না।
“এক দিনের ম্যাচের সিরিজে যদি ভালো খেলি, পরবর্তীতে সেটা কাজে দেবে। তবে এখনই সেটা চিন্তা না করাই ভালো। এখন খেলা উপভোগ করব, ভালো করার চেষ্টা করব, পারফর্ম করার চেষ্টা করব।”
আন্তর্জাতিক ক্রিকেটের মতো চাপ এই সফরে অবশ্যই নেই। তবে মুমিনুলের ওপর চাপটা কমও নয়। প্রথমবারের মতো এই মানের একটি দলকে নেতৃত্ব দেওয়ার চাপ আছে, ওয়ানডে দলে ফেরার দাবি জানানো, অস্ট্রেলিয়া সিরিজের আগে পর্যাপ্ত ব্যাটিং অনুশীলনের ভাবনা আছে।
“এই লেভেলের ক্রিকেটে চাপ থাকবেই। এটা গলির ক্রিকেট না। তবে চাপ নেওয়ার ক্ষমতা না থাকলে ক্রিকেট না খেলাই ভালো।”
উপভোগের মন্ত্রেই সব চাপ জয় করতে চান মুমিনুল।
“ব্যাটিংটা আমি সবসময়ই উপভোগ করি। সেভাবে এবার নেতৃত্বও উপভোগ করার চেষ্টা করব। নতুন অধিনায়কত্ব করছি, কিছু জিনিস শিখতে হবে। অনেক কিছুর কমতি থাকতে পারে, সেসব পূরণ করতে হবে।”
সোমবার মুমিনুলের নেতৃত্বে ভারতের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। দু্ সপ্তাহের সফরে খেলবে দুটি তিন দিনের ও তিনটি এক দিনের ম্যাচ।
ConversionConversion EmoticonEmoticon