BDNow24 News

‘ভবিষ্যতের নেতা মুমিনুল’


ভারত সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। আর দলের কোচ হিসেবে যাচ্ছেন জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক।
রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুলকে পাশে নিয়েই স্ট্রিক সবাইকে দেখালেন ভবিষ্যতের মুমিনুলের এক উজ্জ্বল ছবি।
“আমি নিশ্চিত, অবশ্যই সে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের নেতা হবে। এই সফরে নেতৃত্ব পাওয়া ওর জন্য ভালো একটি পুরস্কার। আশা করি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত নেতা হিসেবে এটা ওর শুরু।”
কেন মুমিনুলকে ভবিষ্যতের নেতা ভাবেন, সেটার ব্যাখ্যাও দিলেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক।
“আমরা ওকে মিনি বলে ডাকি। ওর ক্রিকেট মস্তিষ্ক খুব ভালো। টেম্পারামেন্ট খুব ভালো, যেটা নেতৃত্বে খুব কাজে দেয়। পরিষ্কার করে ভাবতে পারে। সেটা সে প্রমাণও করেছে, বিশেষ করে টেস্টে। ক্রিকেট জ্ঞান ভালো, জানা-শোনার জন্য ওর ক্ষুধাও তীব্র।”
ভারতে দুই সপ্তাহের সফরে বাংলাদেশ ‘এ’ দল খেলবে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ।
Previous
Next Post »
Thanks for your comment