আবার বাবা হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারের দ্বিতীয় ছেলের নাম রাখা হয়েছে বেঞ্জামিন।
আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলে বৃহস্পতিবার বার্সেলোনার অনুশীলনে যোগ দেন মেসি। তবে প্রেমিকা আন্তোনেল্লা রোকুস্সোর পাশে থাকতে শুক্রবার সকালে দলের অনুশীলনে ছিলেন না চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা এই খেলোয়াড়।
বেঞ্জামিন মেসি-রোকুস্সোর দ্বিতীয় সন্তান। এর আগে ২০১২ সালে তাদের প্রথম ছেলে থিয়াগোর জন্ম হয়।
বেঞ্জামিন মেসি-রোকুস্সোর দ্বিতীয় সন্তান। এর আগে ২০১২ সালে তাদের প্রথম ছেলে থিয়াগোর জন্ম হয়।
ConversionConversion EmoticonEmoticon