BDNow24 News

আবার বাবা হলেন মেসি

আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলে বৃহস্পতিবার বার্সেলোনার অনুশীলনে যোগ দেন মেসি। তবে প্রেমিকা আন্তোনেল্লা রোকুস্সোর পাশে থাকতে শুক্রবার সকালে দলের অনুশীলনে ছিলেন না চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা এই খেলোয়াড়।
 
বেঞ্জামিন মেসি-রোকুস্সোর দ্বিতীয় সন্তান। এর আগে ২০১২ সালে তাদের প্রথম ছেলে থিয়াগোর জন্ম হয়। 
 
আগামী শনিবার লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে শিরোপাধারী বার্সেলোনা। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস জানায় এই ম্যাচের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে আছেন বার্সেলোনার সেরা তারকা মেসি। 
Previous
Next Post »
Thanks for your comment