BDNow24 News

হুট করেই কোচ পরিবর্তন করলো বাংলাদেশ!

হঠাৎ করেই কোচের পদে রদবদল করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার রাতে বোর্ড সূত্রে এই তথ্য জানা যায়। এর অর্থ দাঁড়াচ্ছে ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফকে আর দেখা যাবে না বাংলাদেশ ফুটবল দলের সাথে। নতুন কোচ হতে যাচ্ছেন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ। তিনি উয়েফার ‘বি’ লাইসেন্সধারী। ইতালিয়ান ক্লাব এএস রোমার অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন ফ্যাবিও লোপেজ। ছিলেন গোলরক্ষক। তবে, ১৯৯২-৯৩ সালে হাটুর ইনজুরির কারণে ক্যারিয়ার তার আর খুব বেশি এগোতে পারেনি। এরপরে কোচিংয়ের দিকে ঝুঁকে যান লোপেজ। ২০০৫ সাল থেকে তিনি ফিওরেন্টিনার ‘স্কাউট’ হিসেবে কাজ করেন। এরপর তিনি লিথুনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপের ঘরোয়া ফুটবলে কাজ করেছেন। ২০১৩ সালের জুলাইয়ে ক্রুইফকে কোচ হিসেবে নেয়ার পর বিভিন্ন ঝামেলা হলেও বিষয়গুলোকে বাড়তে দেয়নি বাফুফে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে তিক্ততায় জড়ায় ক্রুইফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জর্ডান ম্যাচ থাকায় চুপচাপ ছিল বাফুফে। জর্ডান বিপক্ষে হারের পর বাফুফে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে যাচ্ছে। -
Previous
Next Post »
Thanks for your comment