নায়িকাদের ইঁদুর দৌড়ে এখন আর সামিল হতে চান না ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনি। বলিউডের দুই সুপারহিরোর সঙ্গে পাল্লা দিতে নামছেন তিনি।
প্রথমবারের মত হিন্দি সিনেমার পর্দায় দেখা যাবে এক সুপারহিরোইনকে। আর সে চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সানি লিওনি। নিজস্ব প্রযোজনা সংস্থার প্রথম ছবির মাধ্যমেই তিনি সৃষ্টি করতে চলেছেন ইতিহাস।
মুম্বাই মিররকে তার স্বামী ড্যানিয়েল ওয়েবার জানান, তাদের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমার কাজ শুরু হবে অক্টোবর থেকে।
পর্নগ্রাফিক চলচ্চিত্রে নিজের ক্যারিয়ারের ইতি টানলেও লস এঞ্জেলসে একটি পর্ন প্রযোজনা সংস্থা আছে সানির। তবে মুম্বাইয়ের প্রযোজনা সংস্থাটি কেবল বলিউডেই সিনেমা নির্মাণ করবে।
সানি বলেন, এই সিনেমায় আমাকে তুখোড় এক সুপারহিরো রূপে দেখা যাবে। আমার পোশাক এবং মুখোশ সবার নজর কাড়বে, পাশাপাশি আমার কিছু বিশেষ ক্ষমতা থাকবে।
তিনি আরও জানান, নারী সুপারহিরোর চরিত্রটি নিয়ে পরবর্তীতে কমিকবুক সিরিজ তৈরি করবেন তারা। এছাড়াও থাকবে নানা ধরণের পণ্য।
বলিউডে সুপারহিরো সিনেমা খুব একটা তৈরি হয়নি। হৃত্বিক রোশানের 'ক্রিশ' সিরিজ এবং শাহরুখ খানের 'রা-ওয়ান' তার মধ্যে উল্লেখযোগ্য।
ConversionConversion EmoticonEmoticon