BDNow24 News

আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা করায় কপাল পুড়ল ভারতের!

ঘটনা যা ঘটে গেছে আলোচনায় এসেছে ভারত ক্ষতিটা হয়েছে ভারতের আর দোষটাও পড়েছে আইসিসির সদস্য ভারতের উপর আইসিসি টেস্ট ক্রিকেটে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম বাধ্যতামূলক করতে চেয়েছিল বেশ আগেই তবে এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে ভারত
আইসিসিতে ভারতীয় মোড়ল শ্রীনি থাকায় টেস্টে ক্রিকেটে আউটের বিষয়ে সন্দিহান সিচুয়েসন আসলে পুনর্বিবেচনা করার পদ্ধতি বাধ্যতামূলক করা হয়নি এখনো
ডিআরএস নিয়ে আগ্রহ ক্রিকেট খেলুড়ে বেশিরভাগ দেশেরই তবে এবার ইস্যুতে যেন নিজের পায়ে নিজে কুড়াল মারল ভারত শ্রীলঙ্কার মাটিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়ে ভারতের
ভারতীয় মিডিয়ার খবরে বলা হয় অনন্ত / টি ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে ভারত ডিআরএস থাকলে ভারত এখান থেকে অন্তত কয়েকটি উইকেট রক্ষা করতে পারত অন্যদিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া চান্দিমালও শিকারের কবলে পড়েন কিন্তআম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান তিনি ডিআরএস থাকলে ভারত ভুল সিদ্ধান্তের কবলে পড়ত না
ডিআরএস পদ্ধতির যে কোনো বিকল্প নেই মাঠের লড়াইয়ের বাস্তবতায় সেটা ফুটে উঠল আরো একবার গল টেস্টে ভারত যে লজ্জার সম্মুখীন হয়েছে তা কল্পনাকেও হার মানাবে
Previous
Next Post »
Thanks for your comment