BDNow24 News

গোল করে দলকে বাঁচালেন গোলরক্ষক!

গোলরক্ষকের গোল করার ঘটনা ফুটবলে একেবারে কম নয়। তারপরও ডাচ লিগে মার্টিন হানসেন তা এক কথায় অবিশ্বাস্য। নিজের কাজ ছেড়ে এসে দলকে এনে দেন দুর্দান্ত এক গোল। তার গোলে নিশ্চিত পরাজয় থেকে বেঁচে যায় তার দল।
গোলরক্ষকের কাজ গোল বাঁচানো। কিন্তু হেনসেনের কাছে এ দিন নিজের কাজের চেয়েও বড় হয়ে দেখা দেয় স্ট্রাইকারের কাজটা। কিন্তু স্ট্রাইকাররা ব্যর্থ হচ্ছিলেন। দলকে এনে দিতে পারছিলেন না প্রয়োজনীয় গোল। ফলে সামনে এগিয়ে আসেন হেনসেন নিজে।
ম্যাচের বয়স তখন ৯৪ মিনিট। একদম অন্তীম মুহূর্তে দাঁড়িয়ে ম্যাচের পরিণতি। এমন সময়ে গোলবার ছেড়ে প্রতিপক্ষের গোলবারের কাছে চলে আসেন তিনি। তখনই একটা ফ্রি কিক পায় তার দল। 
ঘটনাটা হজম করতে কিছুক্ষণ সময় লেগেছে হেনসেনের। ম্যাচ শেষে তিনি বলেন, আসলে বলটা আমি ওদের দিকে পাঠাতে চেয়েছিলাম। সেটা যে গোলই হয়ে যাবে, তা ভাবিনি। পুরো ঘটনাটি দেখতে পারবেন নিচের ভিডিওতে।
Previous
Next Post »
Thanks for your comment