BDNow24 News

টাইগার সাব্বির ও অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েলের মধ্যে অদ্ভুত মিল!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের উদীয়মান বিগ স্টার সাব্বির রহমান। মারকুটে ব্যাটসম্যান হিসাবে বেশ আগেই নিজের নামের দ্যুতি ছড়িয়েছেন সাব্বির রহমান।
ব্বির রহমান যেমন একদিকে হার্টহিটার অন্য দিকে বলও হাতে তুলে নেন। সাব্বিরকে দেখতে প্রায় ম্যাকওেয়েলের মত। তাদের মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই।
ব্যাট হাতে ম্যাক্সওয়েল কেমন খেলেন সেটা হয়তো সবারই জানা। ব্যাটিংয়ের পাশাপাশি সাব্বিরের মত স্পিনার হিসাবে বলও করেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ায় ভক্তদের হৃদয়ে কাছে ম্যাক্সওয়েলের নামটি যেভাবে নাড়া দেয়। বাংলাদেশের সাব্বির রহমানও তাই। এ যেন সাব্বির ও ম্যাক্সয়েলের মধ্যে আদ্ভুত মিল! ভবিষ্যৎবাণী করাই যায় বাংলাদেশের সাব্বির রহমান একদিন ক্রিকেটে বিশ্ব তারকা হয়ে উঠবেন।
Previous
Next Post »
Thanks for your comment