ভারতীয় টিভি চ্যানেল স্টার জলশার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কিরণমালা’ নামে বাজারে প্রচলিত জামা কিনে না দেয়ায় অভিমান করে মিনারা (২৭) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারা পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের ছায়েদ বেপারী মেয়ে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মিনারা তার পরিবারের কাছে আগামী ঈদ উপলক্ষে ‘কিরণমালা’
জামা কেনার জন্য টাকা চায়। এ জামা কিনতে টাকা না দিলে অভিমান করে নিজ ঘরের বৈদ্যুৎতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন,
এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
ConversionConversion EmoticonEmoticon