মাশরাফির সিদ্ধান্তটিতে হঠকারি বা অভিনব বললে মোটেই ভুল হবে না। মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মাশরাফি!
ক্রিকেটার নাসির হোসেন তার বোনের সাথে তোলা একটি ছবি ফেসবুকে আপলোড করেন। সেখানে বাজে কমেন্টস করেন কয়েকজন ফেসবুক ব্যবহারকারী।
নাসির এ বিষয়টিতে ক্ষুব্ধ হয়ে ঐ পোষ্টটি ডিলেট করে দেন। কিন্তু মাশরাফি এ ঘটনার জেরে নিজের অফিসিয়াল পেজে ‘কান্ট্রি রেস্ট্রিকশন’ দিয়েছেন।
অর্থাৎ বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহারকারী কেউই মাশরাফির পেজে ঢুকতে পারবেন না। ভক্তদের প্রতি কেন এত অভিমান মাশরাফির সেটাই প্রশ্ন। মাশরাফি হয়তো এ বিষয়ে নিজের অবস্থান থেকে সরে আসবেন।
ConversionConversion EmoticonEmoticon