BDNow24 News

পাবলিক টয়লেট ব্যবহার করলে মিলবে টাকা!

কী শিরোনাম পড়ে চমকে উঠলেন? ভাবুন তো একবার, আপনি পাবলিক টয়লেট ব্যবহার করবেন আবার টাকা না দিয়ে উল্টো টাকা নিয়ে আসবেন! ভাবছেন এটা কি করে সম্ভব। হ্যাঁ, এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। উদ্দেশ্য শহরের যেখানে সেখানে টয়টেল করা বন্ধ করা। এজন্য কেউ যদি শৌচাগার ব্যবহার করে সেক্ষেত্রে তার কাছ থেকে টাকা নেওয়ার পরিবর্তে পুরস্কার হিসেবে তাকে উল্টো টাকা দেওয়া হবে।
যদিও এই পরিকল্পনা প্রথম নেওয়া হয়নি আহমেদাবাদে। কারণ এরআগে এই অভিনব পরিকল্পনা নিয়ে বেশ সফলতা পেয়েছে নেপালের কাঠমাণ্ডু। সেজন্য এবার আহমেদাবাদ সেই পথেই হাঁটছে।
আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন চেয়ারম্যান জানিয়েছে, শহরে ৬৭ টি শৌচালয় তৈরি করা সত্ত্বেও মানুষ তা ব্যবহার করেন না। এমনকী ফুটপাথের উপরও বাথরুম করতে দেখা যায়। এই উদ্যোগ মানুষকে শৌচালয় ব্যবহার করতে উৎসাহিত করবে বলে আশা করছেন তিনি।
Previous
Next Post »
Thanks for your comment