দেশের অন্যতম সেরা পেসার ক্রিকেটার রুবেল হোসেনের সাথে সম্পর্ক নিয়ে দুনিয়া তোলপাড় করা মডেল ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি এখনও মিডিয়াতে আলোচলা-সমালোচনায় বেশ সবর। হ্যাপি-রুবেলের বিষয়ে পূর্বেও হয়েছে অনেক আলোচনা-সমালোচনা, তিনি অনেক বারই রুবেলের বিষয়ে জানিয়েছেন তার মনের কথা।
তবে এবার জাতীয় দলের আরো এক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করেছেন হ্যাপি। তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে সেই ক্রিকেটারকে তিনি বেশ গালমন্দও করেছেন। হ্যাপির ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
আমার মত একজন অসহায় মেয়ের সাথে কথা বললাম। খুব সাধারণ একজন মেয়ে,যে কি না ঠিক আমার মতই ভালবাসার ফাঁদে পড়ে সব হারিয়েছে।লজ্জা আর সামাজের নোংরা মানুষ গুলোর কথা ভেবে কিছুটা মানুষিক চাপে আছে। আর যে কুকুরের বাচ্চা তার আবেগ আর ভালবাসা নিয়ে খেলেছে সেও জাতীয় দলের জনপ্রিয় তারকা খেলোয়াড়। যথাযথ তথ্য ও প্রমান নিয়ে সে খুব তাড়াতাড়ি আদালতের মুখোমুখি হবে।
আমি যেভাবে পারি সেভাবেই তাকে সাহায্য করব। ইনশাল্লাহ ! আমি জানি ঐ মেয়েটার মনে কি চলছে! বিপদে পড়লে কেউ পাশে থাকে না । তা আমি হাড়ে হাড়ে বুঝি । এজন্যই ঐ মেয়েটার পাশে আমি থাকব। শুধু বলব মনে সাহস রাখ। ভয় পেলে চলবে না।এদের মত নোংরা অপরাধিদের কোন ছাড় দেওয়া যাবে না। যাও এগিয়ে যাও। — feeling এইসব জাতীয় কুকুর গুলোকে গুলি করে মারা উচিত.
ConversionConversion EmoticonEmoticon