BDNow24 News

আমের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ!

আম খাওয়ানোর লোভ দেখিয়ে ২য় শ্রেণির শিক্ষার্থীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে আলমগীর (২০) নামে এক লম্পট।
মঙ্গলবার সকালে এ ধর্ষণের ঘটনা ঘটলেও শিশুটির গোপনাঙ্গে যন্ত্রনায় পর ঘটানাটি ৫ জুন প্রকাশ হয়। বিচক্ষনতার মধ্য দিয়ে ঐ দিন রাতে গৌরীপুর থানা পুলিশ ধর্ষককে আটক করে।
স্থানীয়রা জানায়, গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দরুনলালমা গ্রামের মো. তালে হুসেনের ছেলে আলমগীর ঐ দিন সকাল ১১ টায় আম খাওয়ানোর লোভ দিখিয়ে পাশ্ববর্তী মান্দিপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে ২য় শ্রেণির ছাত্রী শিশু (৭) আম খাওয়ানোর কথা বলে বাড়ি পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের ৪ দিন পর শুক্রবার সন্ধ্যায় ঐ কন্যাশিশুর গোপনাঙ্গ দিয়ে প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হলে বিষয়টি জানা জানি হয়।
শিশুটির অবস্থা গুরুত্বর দেখে তার খালা দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় ডিএসবির এক কনস্টেবল গৌরীপুর থানা ওমি মোহাম্মদ আলী শেখকে বিষয়টি জানানোর সাথে সাথে রাত ১১টায় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লম্পট ধর্ষক আলমগীর তার বোনের বাড়ি শম্ভুগঞ্জে অটো রিক্সা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষিতার মা ঢাকা গার্মেন্সে চাকরি করে। অপরদিকে ধর্ষীতা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।
Previous
Next Post »
Thanks for your comment