অনৈতিক সম্পর্কের বিচার চাইতে গিয়ে স্ত্রীর প্রেমিকের হামলায় স্বামী সহ আহত ২ জন। স্থানীয়রা আহতদের গুরুতর আহত অবস্থায় উদ্বার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার চাপলী বাজরে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আবু বকর মোল্লা জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী সাফিয়ার সাথে স্থানীয় হারুন তালুকদারের অবৈধ সম্পর্ক চলছে। তাদের বেশ কয়েকবার হাতেনাতে ধরা হয়েছে।
তাদের এই অনৈতিক সম্পর্কের বিচারের জন্য লিখিত ভাবে অভিযোগ নিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জলিল আকনের অফিসে যান। অভিযোগ দিয়া ফেরার পথে হারুন তালুকদার, হাবিব, সুজন সহ ৭-৮ জন তার ও ছিদ্দিকের উপর হামলা চালায়। এসময় লাঠি ও ইট দিয়ে আঘাত করে তাদের জখম করে।
এ ব্যাপারে হারুন তালুকদার বলেন, আমার নামে দূর্নাম ছড়াইছে হেরপর গাইলমন্দ করছে। এইজন্য তার সাথে ঝামেলা অইছে।
এ ব্যাপারে হারুন তালুকদার বলেন, আমার নামে দূর্নাম ছড়াইছে হেরপর গাইলমন্দ করছে। এইজন্য তার সাথে ঝামেলা অইছে।
ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জলিল আকন জানান,মারামারির সূত্রপাত অবৈধ সম্পর্ক নিয়াই। আমার কাছে অভিযোগ নিয়া আবুবকর আসছিলো ফেরার পথে তার উপর হারুনের লোকজন হামলা করে।
ConversionConversion EmoticonEmoticon