মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে যাত্রীবাহি বাসের ধাক্কায় আজমত আলী নামের এক পথচারী নিহত হয়েছে। এসময় বাস নিয়ন্ত্রয় হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে প্রায় ১৫ বাস যাত্রী আহত হয়। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। গাংনী থানার ওসি আকরাম হোসেন ও স্থানীয়রা জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী আল্লাহর দান পরিবহনের একটি যাত্রী বাহি বাস পথচারী আজমত আলীর সাথে ধাক্কা লাগে এসময় স্থানীয়রা আজমত আলী কে মারাত্বক আহতবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে বাসটি নিয়ন্ত্র হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে এসময় বাসের ১৫ যাত্রী আহত হয়। আহতদের গাংনী,মেহেরপুর ও কুষ্টিয়া হাসপাতালের ভর্তি করা হয়েছে। গাংনী থানার ওসি আকরাম হোসেন আরো জানান,নিহত আজমত আলীর পরিরবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নিহত আজমত আলী আকুবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
ConversionConversion EmoticonEmoticon